ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফখর আসলে আউট ছিলেন না, দাবি ওয়াকারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, সেপ্টেম্বর ২১, ২০২৫
ফখর আসলে আউট ছিলেন না, দাবি ওয়াকারের

এশিয়া কাপের ভারত–পাকিস্তান ম্যাচে ফখর জামানকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সাবেক তারকা ও ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসের দাবি, ফখর আসলে আউট ছিলেন না।

তার মতে, বলটি সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হওয়ার আগেই মাটিতে লেগেছিল।

খালি চোখে আর রিপ্লেতেও বোঝা যায়, ক্যাচ ধরা হওয়ার আগে বল মাটিতে পড়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট ঘোষিত হন ফখর জামান। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন ওয়াকার। তার ভাষায়, “ফখরকে আউট দেওয়া একেবারেই ভুল সিদ্ধান্ত। স্পষ্ট বোঝা যাচ্ছিল বল মাটিতে পড়ে তারপর গ্লাভসে গেছে। ”

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে ব্যাটিংয়ে নেমেই ২.৩ ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ফখরের উইকেট হারায় পাকিস্তান।

এরপর ম্যাচে ভারত নিজেরাই খেই হারিয়ে ফেলে। একের পর এক ক্যাচ মিস করে তারা প্রতিপক্ষকে সুযোগ করে দেয়।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ