এশিয়া কাপের ভারত–পাকিস্তান ম্যাচে ফখর জামানকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সাবেক তারকা ও ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসের দাবি, ফখর আসলে আউট ছিলেন না।
খালি চোখে আর রিপ্লেতেও বোঝা যায়, ক্যাচ ধরা হওয়ার আগে বল মাটিতে পড়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট ঘোষিত হন ফখর জামান। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেন ওয়াকার। তার ভাষায়, “ফখরকে আউট দেওয়া একেবারেই ভুল সিদ্ধান্ত। স্পষ্ট বোঝা যাচ্ছিল বল মাটিতে পড়ে তারপর গ্লাভসে গেছে। ”
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে ব্যাটিংয়ে নেমেই ২.৩ ওভারে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ফখরের উইকেট হারায় পাকিস্তান।
এরপর ম্যাচে ভারত নিজেরাই খেই হারিয়ে ফেলে। একের পর এক ক্যাচ মিস করে তারা প্রতিপক্ষকে সুযোগ করে দেয়।
আরইউ