ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অক্ষরের চোটে কপাল খুললো অশ্বিনের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, সেপ্টেম্বর ২৯, ২০২৩
অক্ষরের চোটে কপাল খুললো অশ্বিনের

শেষ মুহূর্তে গিয়ে ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প্যাটেল ইনজুরিতে পড়ায় কপাল খুলেছে অভিজ্ঞ এই অফ স্পিনারের।

ইনজুরিতে পড়া অক্ষর সেরে উঠতে লাগবে প্রায় তিন সপ্তাহ, এমনটাই জানিয়েছেন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

গতকাল অশ্বিনকে দলে নেওয়ার খবর জানায় বিসিসিআই। এই দিনটিই (বৃহস্পতিবার) ছিল স্কোয়াড পরিবর্তনের শেষদিন। আজ (শুক্রবার) থেকে পরিবর্তন আনতে হলে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে চোট পান অক্ষর। তার বদলি হিসেবে তখন নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। এদিকে বিশ্বকাপ স্কোয়াড আরও আগে ঘোষণা করায় অক্ষরকে পছন্দ করে বিসিসিআই নির্বাচকরা। তবে অশ্বিনও ছিলেন প্রতিযোগিতায়।  

ভারতের বিশ্বকাপ দলে অভিজ্ঞ অফ স্পিনার এখন কেবল অশ্বিনই। ওয়ানডে ফরম্যাটে তিনি এই পর্যন্ত ১১৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৪.৯৪ করে শিকার করেন ১৫৫ উইকেট। এর আগে দুইটি বিশ্বকাপ খেলেছিলেন এই স্পিনার। তার মধ্যে ২০১১ বিশ্বকাপে ২ ম্যাচে সুযোগ পেয়ে নিয়েছিলেন ৪টি উইকেট। ২০১৫ বিশ্বকাপে ৮ ম্যাচে নিয়েছে ১৩ উইকেট। ২০১৯ বিশ্বকাপে জায়গা পাননি দলে।

আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে স্বাগতিক ভারত।

একনজরে ভারতের বিশ্বকাপ দল: রোহিত শার্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিষান, সুরিয়াকুমার ইয়াদাভ, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদিপ ইয়াদাভ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ