ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইব্রাহিম জাদরানকে ফেরালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, অক্টোবর ৭, ২০২৩
ইব্রাহিম জাদরানকে ফেরালেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশের। ধর্মশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।

আফগান ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেুক থ্রু এনে দিলেনস বাংলাদেশ দলের অধিনায়ক।

ধর্মশালায় সকালে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পান। সে হিসেবেই হয়তোবা টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন সাকিব। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করা তাসকিন প্রথম ওভারটায় বেশ আঁটসাঁট বোলিং করেছিলেন। তবে এরপর লাইন-ল্যান্থে খানিকটা ঘাটতি। অপর প্রান্তে শরিফুল ইসলামও নতুন বলের বাড়তি সুবিধা নিতে পারছেন না। ফলে ভালো শুরুই পেয়েছে আফগানিস্তান।

পেসাররা সুবিধা করতে না পারায় ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নিজের হাতে বল তুলে নেন সাকিব। তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেছেন। তবে পরের ওভারে এসে ঠিকই উইকেটের দেখা পেয়েছেন। ইব্রাহিমকে ফিরিয়ে আফগান শিবিরে প্রথম আঘাত হেনেছেন বাংলাদেশ অধিনায়ক।

অফ স্টাম্পের বাইরে করেছিলেন সাকিব, ছিল বাড়তি বাউন্স। সুইপের চেষ্টা করেছিলেন ইব্রাহিম, তবে টপ-এজে ক্যাচ গেছে ডিপ স্কয়ার লেগে। বাংলাদেশ পেয়েছে প্রথম উইকেট, নবম ওভারে। ইব্রাহিম থেমেছেন ২৫ বলে ২২ রানে, আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙেছে ৪৭ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯.৩ ওভারে ৪৮ রান।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।