ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তাসকিনে বিপাকে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, অক্টোবর ৭, ২০২৩
সাকিব-তাসকিনে বিপাকে আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখন পর্যন্ত একাই শিকার করেছেন তিন উইকেট।

২৮ তম ওভারে বল করতে এসে নাজিবুল্লাহ জাদরানকে থিতু হতে দিলেন না সাকিব। এই বাঁহাতি স্পিনারের সোজা বলে লাইন মিস করেছেন নাজিবুল্লাহ। খানিকটা নিচু হওয়া বলে টার্নের আশায় ব্যাট চালিয়ে ছিলেন এই ব্যাটার, আউটসাইড এডজে বল স্টাম্পে আঘাত হানে। ৫ রান করা নাজিবুল্লাহকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করলেন সাকিব।

পরের ওভারেই মোহাম্মদ নবীকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ।  পিচে পড়ার পর একটু ভেতরের দিকে ঢোকা বলে ব্যাট চালিয়েছিলেন নবি। ইনসাইড-এজে হয়েছেন বোল্ড। ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। তাসকিনের উল্লাসই বলছিল, ধর্মশালায় উড়ছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ৩০.৩ ওভারে ১৩১ রান।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।