ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে কোহলির নতুন রেকর্ড 

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, অক্টোবর ৮, ২০২৩
বিশ্বকাপে কোহলির নতুন রেকর্ড 

২০২৩ বিশ্বকাপে নতুন এক রেকর্ড গড়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া ভারতীয় ক্রিকেটার এখন তিনি।

এই রেকর্ড গড়ার পথে তিনি কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে পেছনে ফেলেছেন।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে জসপ্রীত বুমরাহর বলে মিচেল মার্শের তুলে দেয়া বল তালুবন্দী করে এই রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বকাপে এটি ছিল তার ১৫তম ক্যাচ। আর তাতেই কুম্বলে (১৪) পড়ে যান পেছনে। ১২টি ক্যাচ নিয়ে কপিল দেব ও শচীন টেন্ডুলকার তৃতীয় স্থানে।  

ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ মোহাম্মদ আজহারউদ্দিনের (১৫৬)। ১৪৬ ক্যাচ নিয়ে তাকে চোখ রাঙাচ্ছেন কোহলি। উইকেটকিপার বাদে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড রিকি পন্টিংয়ের। ব্যাট থেকে সরাসরি অস্ট্রেলিয়ার অধিনায়কে হাতে বল ধরা পড়েছে ২৮ বার।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।