ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ট্রটের মেসেজের পর সিদ্ধান্ত, বাংলাদেশের বিপক্ষে নেই স্টোকস!

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ট্রটের মেসেজের পর সিদ্ধান্ত, বাংলাদেশের বিপক্ষে নেই স্টোকস!

ভারতের ধর্মশালা থেকে: মুজিব উর রহমান আরেকটু হলে বড় বিপদেই পড়ে যেতেন। ধর্মশালার মাঠটিতে চার বাঁচাতে গিয়ে রীতিমতো বিপদেই পড়ে গিয়েছিলেন তিনি।

পরে অবশ্য বড় কিছু হয়নি তার। তবে এ নিয়ে চিন্তা বেড়েছে আফগানিস্তানের কোচ জনাথন ট্রটের।

তার জন্মভূমি ইংল্যান্ডের তো পরের ম্যাচটি খেলার কথা এখানেই। ম্যাচের পরই ইংল্যান্ডের কোচিং স্টাফের কয়েকজনকে মেসেজ করে রাখেন তিনি। ট্রটের কাছে আউটফিল্ডের কথা জানার পর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। বাংলাদেশের বিপক্ষেও সম্ভবত খেলছেন না বেন স্টোকস।  

নিউজিল্যান্ডের বিপক্ষে এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তাঁকে বিশ্রামেই রাখা হয়েছিল। এরপর বাংলাদেশের বিপক্ষে তিনি ফিরবেন, এমন একটি আভাস ছিল। তবে দলীয় সিদ্ধান্ত এখন হয়েছে যে, বাংলাদেশের বিপক্ষেও খেলা হবে না তার।

যদিও সোমবার অনুশীলনে এসেছিলেন স্টোকস। তবে আদৌ তিনি খেলবেন কি না, এমন কিছু পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ রোববার জনি বেয়ারস্টোর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার সুযোগ ছিল না বাংলাদেশি সাংবাদিকদের।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।