ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
টস জিতে বোলিংয়ে বরিশাল

প্লে-অফ আগেই নিশ্চিত করে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনকি প্রথম কোয়ালিফায়ারেও নাম লিখিয়েছে তারা।

আজ সুযোগ থাকছে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার। অন্যদিকে ফরচুন বরিশালের লক্ষ্য প্লে-অফ নিশ্চিত করা। সেজন্য জয় দরকার তাদের। হারলে অবশ্য তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচে খুলনা টাইগার্সের হারের দিকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল। একাদশে তিনটি পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে কুমিল্লার বদল একটি।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মেয়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিফ জাভেদ, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়।

কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মুশফিক হাসান, তানভীর ইসলাম, ম্যাথু ফোর্ড, এনামুল হক।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।