ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের সূচি ঘোষণা সংগৃহীত ছবি

বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেপ্টেম্বরে শুরু হয়ে নভেম্বরের প্রথম দিন শেষ হবে এই সফর, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি খেলবে দুই দল।

 

মঙ্গলবার এক বিবৃতিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৮ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ২০ অক্টোবর এবং শেষ ওয়ানডে হবে ২৩ অক্টোবর।

এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। সেখানকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (পূর্বে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে পরিচিত) তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি–টোয়েন্টি হবে ২৭ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ৩০ অক্টোবর এবং শেষ ম্যাচ ১ নভেম্বর।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হিসেবে ধরা হচ্ছে। নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করতে সফরকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—দুটো দলই।

ওয়ানডে সিরিজ (ঢাকা)

১ম ওয়ানডে: ১৮ অক্টোবর
২য় ওয়ানডে: ২০ অক্টোবর
৩য় ওয়ানডে: ২৩ অক্টোবর

টি–টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম)

১ম টি–টোয়েন্টি: ২৭ অক্টোবর
২য় টি–টোয়েন্টি: ৩০ অক্টোবর
৩য় টি–টোয়েন্টি: ১ নভেম্বর

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।