ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বিগ থ্রি’ নয়, ক্রিকেটটা কেবল ভারতই চালাচ্ছে: ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
‘বিগ থ্রি’ নয়, ক্রিকেটটা কেবল ভারতই চালাচ্ছে: ইনজামাম

কয়েকদিন আগেই ক্রিকেটে যে ভারতের যে একক আধিপত্য, সেটি বলেছে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। এছাড়া বিশ্বকাপে দুই সেমিফাইনালের মধ্যে কেবল ভারত ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা না হওয়া হয়েছে অনেক সমালোচনা।

এবার সেখানে তাল মেলালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক। জানালেন ভারতের একচ্ছত্র আধিপত্যের কথা।

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। প্রথমটির জন্য আইসিসি রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়নি। বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। একই বিষয়ে মতামত জানতে চাইলে ইনজামাম বলেন ভারতকে ফাইনালে তোলার জন্যই এই কাণ্ড ঘটায় আইসিসি।  

পাকিস্তানের টিভি চ্যালে নিউজ২৪-এর একটি অনুষ্ঠানে সাবেক এই পাক ক্রিকেটার বলেন, ‘আপনি যদি দুটি সেমিফাইনালের দিকে তাকান, দেখা যাবে একমাত্র ভারত ম্যাচেই রিজার্ভ ডে নেই। কারণ একটাই; ভারত সমস্ত ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে। কোনো কারণে বৃষ্টিতে খেলা বাতিল হলেই যাতে ভারতকে ফাইনালে তোলা যায়। এই কারণে প্রত্যেক ম্যাচের জন্য আলাদা আলাদা নিয়ম। ’

ইনজামাম টেনে আনেন এশিয়া কাপের কথাও। সেখানে রিজার্ভ ডে শুরুতে না থাকলেও পরবর্তীতে রিজার্ভ ডে’র কথা জানানো হয়। কেবল ভারতের একক ক্ষমতার কারণেই এগুলো সম্ভব বলে জানান ইনজামাম। তার ভাষ্য, ‘পাকিস্তান যখন এশিয়া কাপে শক্ত পজিশনে ছিল, সেই সময় হঠাৎ করেই রিজার্ভ ডে নিয়ে আসা হল। ভারতের হাতে এত ক্ষমতা রয়েছে যে এমনকি ইংল্যান্ড-ও তাদের সঙ্গে পেরে উঠছে না। ক্রিকেটকে স্রেফ একটা শক্তিই চালিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেটে আর বিগ থ্রি নেই। রয়েছে কেবল ওয়ান ফোর্স। ’

দ্বিতীয় সেমিফাইনালে গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। শিরোপা লড়াইয়ে আগামীকাল (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।