ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার সুযোগ চান হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, আগস্ট ২৯, ২০২৪
বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার সুযোগ চান হাথুরু

রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পর সবকিছুই বদলে যেতে শুরু করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে রদবদল।

নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। নেতৃত্ব নেওয়ার পরই তিনি স্পষ্ট করেছেন, জাতীয় দলের হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে দেখতে না চাওয়ার বিষয়টি।  

এজন্য যদি কিছু অর্থও খরচ করতে হয়, সেটিও অসুবিধা নেই বলে জানান ফারুক। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জেতে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে নিজের অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে জানতে চাওয়া হয় হাথুরুসিংয়ের কাছে।  

উত্তরে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে, নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে। তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি (বাংলাদেশে গিয়ে) তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি। ’

‘আমার কাজ হলো, দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্যও এর ব্যতিক্রম নয়। আমরা একইরকম মনোযোগ রেখেছি। ’

পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও এসেছে তাদের মাটিতে। দ্বিতীয় টেস্টে ড্র বা জয়ে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সিরিজ জেতার। দলের মানসিক অবস্থা এখন কেমন?

উত্তরে হেড কোচ বলেন, ‘দলে মোরাল অনেক উঁচুতে আছে। কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনো আমরা দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে, পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। আবহাওয়ায় কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে। ’

বাংলাদেশ সময় : ১৭০১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।