আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লাহোরে অনুষ্ঠিত এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ রানের রোমাঞ্চকর জয়ে এখনও সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছে টাইগাররা।
ম্যাচশেষে দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘ম্যাচ জেতাটা স্বস্তির ছিল, তবে শেষের ৪-৫ ওভারে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। আমার মনে হয়েছিল রান যথেষ্ট ছিল, কিন্তু তারপরও মনে হয়েছে আমরা ১৫-২০ রান কম করেছি। নাসুম আর রিশাদ যেভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ—ওরা সত্যিই নিজেদের দক্ষতা দেখিয়েছে। আজ তানজিদ তামিম খুব ভালো ব্যাট করেছে, ওপেনিং জুটিটা ছিল ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ। ’
প্রথমে ব্যাট করে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ওপেনিংয়ে ঝড় তুলে শুরু করেন তানজিদ তামিম ও সাইফ হাসান, পাওয়ারপ্লেতেই দলকে এনে দেন ৫৯ রান। তবে ভালো শুরুর পরও বাংলাদেশ বড় স্কোরে যেতে পারেনি।
জবাবে আফগানিস্তান লড়াই করলেও শেষ পর্যন্ত ১৪৬ রানে অলআউট হয়। রশিদ খানের দলকে চাপে ফেলে রাখেন বাংলাদেশের বোলাররা। মোস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩ উইকেট মাত্র ২৮ রান খরচায়। দুর্দান্ত বোলিং করা নাসুম আহমেদ মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন, যার মধ্যে ছিল একটি মেডেন ওভার। এছাড়া তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনও ২টি করে উইকেট তুলে নেন।
একাদশে সুযোগ পেয়েই ম্যাচ সেরা হওয়ার পর নাসুম বলেন, ‘আমি সবসময় নতুন বলে বোলিং করতে পছন্দ করি, এটাই অধিনায়ক আমাকে করতে বলেছেন। আমি এই চ্যালেঞ্জ ভালোবাসি। আজকে অনেক ঘাম ছিল, তাই বল গ্রিপ করা কঠিন ছিল, তবে আমি এসব চ্যালেঞ্জ উপভোগ করি। ’
এই জয়ের ফলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার আশা টিকে রইলো। তবে ভাগ্য এখন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ওপর নির্ভর করছে। শ্রীলঙ্কা জিতলে নিশ্চিত হবে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়া। অন্যদিকে, শ্রীলঙ্কা হারলে নেট রানরেটে আফগানিস্তান এগিয়ে থাকায় বিদায় নিতে হবে বাংলাদেশকে।
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সমর্থন করবেন কি না এমন প্রশ্নে লিটন মজা করে বলেন, ‘এখন কি শ্রীলঙ্কাকে সমর্থন করবো? জানি না, দেখা যাক। ’
এমএইচএম