ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপ জিতলে নকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, সেপ্টেম্বর ১৭, ২০২৫
এশিয়া কাপ জিতলে নকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত! সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর পর এশিয়া কাপে দেখা দিয়েছে নতুন টানাপোড়েন।  

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব স্পষ্ট করে জানিয়েছেন—ফাইনালে ভারত জিতলে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নন।

গত রোববারের ‘নো-হ্যান্ডশেক’ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন কূটনৈতিক ও রাজনৈতিক রূপ নিয়েছে। পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত সমঝোতার পথে এসেছে। আইসিসি পিসিবির দাবির আংশিক মেনে নিয়ে অ্যান্ডি পাইক্রফটের পরিবর্তে রিচি রিচার্ডসনকে পাকিস্তান–ইউএই ম্যাচে রেফারির দায়িত্ব দিয়েছে। তবে পরবর্তী ধাপে পাইক্রফট থাকবেন কি না, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে, পাকিস্তানও চাইছে—টুর্নামেন্টে এমন প্রোটোকল বিষয়গুলো আগে থেকেই নির্ধারণ করা হোক, যাতে পরে মাঠে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি না হয়। নকভি নিজেও ‘হ্যান্ডশেক’ না করার হঠাৎ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন, যদিও আগেই জানানো হলে তা মেনে নেওয়া হতো বলে তিনি মত দিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে নকভি শিগগিরই ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে, যেখানে পাকিস্তানের এশিয়া কাপে অংশগ্রহণ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করা হতে পারে। তবে একইসঙ্গে তারা নিজেদের উদ্বেগও আবার জানাতে পারে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।