ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কায় মেয়েদের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
শ্রীলঙ্কায় মেয়েদের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেল

পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির বাধা কাটিয়ে টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশের ছেলেরা। তাদের সিরিজ হারিয়েছে ২-০ ব্যবধানে।

একই সময়ে পাকিস্তানে ‘এ’ দলের ওয়ানডে সিরিজের তিন ম্যাচের দুটিই ভেসে গেছে বৃষ্টিতে।  

এর মধ্যে মেয়েদের ক্রিকেটেও বৃষ্টি বাগড়া দিয়েছে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ নারী ‘এ’ দলের দুই ম্যাচ ওয়ানডের প্রথমটি হওয়ার কথা ছিল রোববার। কিন্তু পানাগোডার আর্মি গ্রাউন্ডসে ম্যাচটি হতে পারেনি বৃষ্টির জন্য।  

সকাল থেকে বৃষ্টি আর পরে মাঠ ভেজা থাকায় টস হয়নি। দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কথা। সিরিজের পরের ওয়ানডেটি হওয়ার কথা রয়েছে মঙ্গলবার।  

এরপর হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১২ সেপ্টম্বর প্রথম ম্যাচটি হওয়ার কথা রয়েছে। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময় : ১৫৫১  ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
এমএইচবি/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।