ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তারকাদের রেখে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, সেপ্টেম্বর ৮, ২০২৪
তারকাদের রেখে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে রাখা হয়েছে সব বড় তারকাকেই।

দুই বছর পর সাদা পোশাকের ফরম্যাটে ফিরেছেন ঋষভ পান্ত, রাখা হয়েছে পেসার ইয়াশ দয়ালকে।  

২০২২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন পান্ত। এরপর সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর গত আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরে আসেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন পান্ত।  

তিনি ছাড়াও টেস্ট দলের স্কোয়াডে আছেন ধ্রুব জুরেল। জায়গা পাননি শ্রেয়াস আইয়ার। পেসার ইয়াশ দয়াল প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন।  

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে কানপুরে ২৭ সেপ্টেম্বর। অনুশীলন শুরু করলেও এখনও সিরিজটির জন্য স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ।  

বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোয়াড :

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।