ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
বৃষ্টিতে ভেসে গেল সিরিজ নির্ধারণী ম্যাচ

শেষ পর্যন্ত সিরিজ ভাগাভাগিই করে নিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যানচেস্টারে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।

কিন্তু বৃষ্টির কারণে টস পর্যন্ত হতে পারেনি।

এর আগে সাউদাম্পটনে প্রথম ম্যাচ সহজেই (২৮) জিতে নেয় অস্ট্রেলিয়া। কার্ডিফে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোনের ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে ৩ উইকেট হাতে রেখেই ১৯৪ রান তাড়া করে স্বাগতিকরা।

দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় সিরিজ নির্ধারণী মঞ্চে পরিণত হয় ম্যানচেস্টার। কিন্তু বৃষ্টি আর তা হতে দিল কই!

এদিকে ১৯ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও নিয়মিত অধিনায়ক জস বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।