ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের শূন্যতা অনুভব করবেন তানজিমরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
সাকিবের শূন্যতা অনুভব করবেন তানজিমরা

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সাকিব আল হাসান। এখন দেশের ক্রিকেট ঢুকতে যাচ্ছে নতুন বাস্তবতায়।

টেস্ট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, তার মনে হচ্ছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই ফরম্যাটের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি।  

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি সাকিবকে। তার শূন্যতা যে অনুভব করবেন ক্রিকেটাররা, সেটিই জানিয়েছেন তানজিম হাসান সাকিব। ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার আগে বলেছেন, সাকিবের শূন্যতা পূরণ করতে চান দলীয় প্রচেষ্টায়।  

তিনি বলেন, ‘(শূন্যতা অনুভব) অবশ্যই করবো। সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতো। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করবো। আমরা চেষ্টা করবো টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি। ’ 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তানজিম হাসান সাকিব। ১১ উইকেট নিয়েছেন তিনি। নেপালের বিপক্ষে স্রেফ ৭ রানে নেন চার উইকেট। এই ফরম্যাটে ভালো করা মানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাতছানি। তবে তানজিম জানিয়েছেন, এসব নিয়ে ভাবছেন না তিনি।

তানজিম বলেন, ‘আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনওই টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চ দিতে পারি। দলের জয়ে যেন আমাদের অবদান থাকে ওই দিকে ফোকাস থাকে। আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি। ’

ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শুরু হয়েছিল তানজিমের। ভারতের বিপক্ষে দুই উইকেট পেয়েছিলেন প্রথম ওয়ানডেতে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও ৪ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন তানজিম। দলটির বিপক্ষে খেলতে কি বাড়তি আত্মবিশ্বাস পান?

উত্তরে তিনি বলেন, ‘আমি চেষ্টা করি যখনই যেখানে খেলবো, একদম সেরাটা যেন খেলতে পারি। সামনে ভারত সিরিজ আছে, ওই জায়গায় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই। কিন্তু এটা আমি ওরকম মনে রাখতে চাই না। ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি। ’ 

দলের প্রস্তুতি নিয়ে তানজিম বলেন, ‘আমরা এখানে অনেকদিন ধরে অনুশীলন করছি মিরপুরে আমরা যারা টি-টোয়েন্টিতে যাবো। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো প্রস্তুত আছে। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে আমি বলবো। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।