ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রের লিগে অধিনায়ক হয়ে মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
যুক্তরাষ্ট্রের লিগে অধিনায়ক হয়ে মাঠে নামছেন সাকিব

বাংলাদেশ দল যখন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায়, সাকিব আল হাসান তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে সেখানেও ক্রিকেটের সঙ্গেই আছেন দেশসেরা অলরাউন্ডার।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলবেন সাকিব। যেখানে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়কের দায়িত্বও সামলাবেন তিনি। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে নিউইয়র্ক লায়নসের মুখোমুখি হবেন সাকিবরা।  

গত রাতে লস অ্যাঞ্জেলেস ওয়েভস নিজেদের ফেসবুক পেজে সাকিবের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি জানায়। তারা লিখেছে, '২০২৪ ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে নেতৃত্ব দেবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। '

এর আগে এই দলটির ফেসবুক পেজে পাঠানো এক ভিডিও বার্তায় সাকিব বলেছিলেন, 'আমি সাকিব আল হাসান। সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ৪ থেকে ১৪ অক্টোবর দেখা হবে আপনাদের সঙ্গে। '
 

লস অ্যাঞ্জেলেস ওয়েভসে সাকিব ছাড়াও অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পাকিস্তানের রুম্মন রইস, ইংল্যান্ডের টাইমাল মিলস, স্কটল্যান্ডের জর্জ মুনসির মতো ক্রিকেটাররা খেলবেন। দলটির কোচ মিকি আর্থার।

১০ ওভারের এই টুর্নামেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবাল। তাকে দলে ভিড়িয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। কিন্তু ভিসা জটিলতায় তার খেলা অনিশ্চিত বলে জানা গেছে। আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে।  

এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ লাভ হবে, তার সবটাই দেওয়া হবে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।