ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

রংপুর রাইডার্সের আগমনে উচ্ছ্বাসে ভাসছে রংপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
রংপুর রাইডার্সের আগমনে উচ্ছ্বাসে ভাসছে রংপুর

 

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স।

এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে নিজেদের ডেরা রংপুরে পা রেখেছে তারা। সঙ্গে রয়েছে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসঙ্গে নিয়ে গেছে রংপুর রাইডার্স।

ইতিমধ্যেই মূল ভেন্যু রংপুর স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে মঞ্চ। শুরু হয়েছে অনুষ্ঠানও। দেড় হাজার ফ্যানকে জার্সি দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে।  

এরপর দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।

এমনকি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে রংপুর স্টেডিয়ামে রয়েছে কনসাটেরও আয়োজন। এতে সঙ্গীত পরিবেশনে থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়ড রাফা’।

এদিকে রংপুর রাইটারসের খেলোয়ারদের আগমন ঘিরে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে পড়েছে রংপুর রাইডার্স এর ভক্ত সহ রংপুরের ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই অনুষ্ঠান স্থল রংপুর স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।