ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের ব্যাটে ঝড়, দুইশ ছুঁইছুঁই সংগ্রহ ঢাকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
লিটনের ব্যাটে ঝড়, দুইশ ছুঁইছুঁই সংগ্রহ ঢাকার

দুদিন আগেও গ্যালারি থেকে 'ভুয়া' 'ভুয়া' স্লোগান শোনা গেছে তার নামে। সেদিন অসহায় দৃষ্টিতে দর্শকদের দিকে তাকিয়ে ছিলেন তিনি।

এবার ব্যাট হাতেই জবাব দিলেন এই ডানহাতি ওপেনার।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা।  

ঢাকার দুই ওপেনার মিলে শুরুটা ভালোই করেন। তবে ১৬ বলে ২২ রান করে তানজিদ হাসান তামিম বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে একপ্রান্তে ঝড় বইয়ে দেন লিটন। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪টি করে ছক্কা ও চার।

অন্য প্রান্তে অবশ্য নিয়মিত বিরতিতে আসা-যাওয়া চলছিল। সেটিও থামে সাব্বির রহমান (২১ বলে ২৪ রান) ও থিসারা পেরেরা (১৭ বলে ৩৭ রান) দাঁড়িয়ে গেলে। তাতে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়ে যায় ঢাকা।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।