ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সরানো হলো বিজয়কে, রাজশাহীর অধিনায়ক তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
সরানো হলো বিজয়কে, রাজশাহীর অধিনায়ক তাসকিন

বিপিএলে দুর্বার রাজশাহীকে নিয়ে আলোচনা যেন থামছেই না। খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়ে তাদের গড়িমসি ছিল প্রথম থেকেই।

এবার আরও একটি বিতর্কের জন্ম দিল ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের মাঝপথে এনামুল হক বিজয়কে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করেছে তারা।

বিজয়ের অধিনায়কত্বে ৮ ম্যাচে ৩ জয় পেয়েছে রাজশাহী। ৬ পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। সবশেষে ম্যাচে অবশ্য খুলনা টাইগার্সের কাছে হেরেছে ৭ রানে। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিজয়ের সেঞ্চুরির পরও তারা থেমে যায় ২০২ রানে।  

দিনশেষে অবশ্য প্রশ্নবিদ্ধ ছিল বিজয়ের ৫৭ বলে ১০০ রানের ইনিংসটি। কেননা শেষ ১২ বলে কেবল ১৮ রানই করতে পারেন তিনি। যা হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

দলের অবস্থান নড়বড়ে হলেও বল হাতে টুর্নামেন্টটা দারুণ কাটছে তাসকিনের। ৮ ম্যাচের ১৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। অন্যদিকে ৮ ম্যাচে ৩২৪ রান নিয়ে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক বিজয়।

বাংলাদেশ সময়:  ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।