ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ক্রিকেট

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় লিটনের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় লিটনের সেঞ্চুরি লিটন দাস/সংগৃহীত ছবি

লিটন দাসের ব্যাটে রান নেই- এমন কথা কদিন আগেও শোনা গেছে জোরেশোরে। এমনকি বাদ পড়েছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও।

তবে গত বছর লিটনের ব্যাট থেকেই এসেছিল ঐতিহাসিক ম্যাচ জেতানো ইনিংস। যেটি জায়গা করে নিয়েছে বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায়।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট  ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছে পাকিস্তানের মাটিতে লিটনের ২২৮ বলে ১৩৮ রানের ইনিংসটি।  

সিরিজের দ্বিতীয় টেস্টে দলের প্রথম ইনিংসে সেদিন ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১৬৫ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেছিলেন লিটন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জিতে নেয় ৬ উইকেটে। সেই জয়ে পাকিস্তানকে তাদের মাটিতেই টেস্ট সিরিজে ধবলধোলাই করে বাংলাদেশ।  

লিটন ছাড়াও ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংসের মনোনয়ন পেয়েছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন- ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জসওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।  

হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংসটির জন্য অলি পোপ, বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রানের জন্য জসওয়াল, মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানের জন্য ব্রুক এবং ভারতের বিপক্ষে অ্যাডিলেডে ১৩০ রানের ইনিংসটির জন্য হেড মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।