ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন ইমরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, ফেব্রুয়ারি ১১, ২০২৫
নারী ক্রিকেট দলের কোচ হচ্ছেন ইমরান সারোয়ার ইমরান/সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান।  

চলতি মাসের শুরুর দিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নারী দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন হাসান তিলকরত্নে।

ইমরান তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে জানিয়েছেন, জাতীয় দলের কোচিংয়ে দেশি কোচদের অগ্রাধিকার দেওয়ার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন, 'আমরা হাসান তিলকরত্নের বিদায়ের পর সারোয়ার ইমরানকে নারীদের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। '

'দায়িত্ব নেওয়ার পর আমি কথা দিয়েছিলাম যে, জাতীয় দলের দায়িত্বে স্থানীয় কোচদের নেওয়ার চেষ্টা করবো এবং ইমরানের নিয়োগ সেটিরই অংশ। আমি মনে করি, যদি আমরা তাদের (স্থানীয় কোচদের) দায়িত্ব না দিই, আমরা কীভাবে বুঝবো যে তারা পারফর্ম করছে কি না। আমরা সালাউদ্দিনকে ছেলেদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করেছি এবং সামনে আরও নতুনদের নিয়ে আসবো। '

জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সরোয়ার ইমরানের সম্পর্ক বেশ পুরনো। ২০০০ সালে বাংলাদেশ পুরুষ দলের টেস্ট অভিষেক ম্যাচে প্রধান কোচ ছিলেন তিনি। আর সর্বশেষ তাকে দেখা গেছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের প্রধান কোচ হিসেবে।  

আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে নারী ক্রিকেট দল। ইমরান এরইমধ্যে তাদের নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।  

২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ নারী দল। নারীদের চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের সমান ২১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। কিন্তু কিউই মেয়েরা একটি ম্যাচ বেশি জিতে ষষ্ঠ স্থানে থেকে সরাসরি মূল আসরে জায়গা করে নেয়।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।