ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ছিটকেই গেলেন বুমরাহ, যশস্বীর বদলি বরুণ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, ফেব্রুয়ারি ১২, ২০২৫
ছিটকেই গেলেন বুমরাহ, যশস্বীর বদলি বরুণ  সংগৃহীত ছবি

জসপ্রীত বুমরাহকে নিয়ে শঙ্কা অবশেষে সত্যিই হলো। পিঠের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াড থেকে ছিটকে গেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ।

এছাড়া যশস্বী জয়সওয়ালের বদলে দলে ঢুকেছেন বরুণ চক্রবর্তী।

গত রাতে এক বিবৃতিতে বুমরাহর ছিটকে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।  

জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার সময় পিঠে চোট পান বুমরাহ। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই ছিলেন তিনি। এমনকি তাকে রাখা হয়েছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। কিন্তু সর্বশেষ স্ক্যান রিপোর্টে জানা গেছে, পুরোপুরি সেরে উঠতে আরও পাঁচ সপ্তাহ সময় লাগবে তার। যে কারণে তাকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত।

গতকাল ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন। এদিনই বুমরাহকে বাদ দিয়েছে বিসিসিআই। তার জায়গায় ২৩ বছর বয়সী হার্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে। এই তরুণের অভিষেক হয়েছিল গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলের আছেন তিনি। আর জয়সওয়ালকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় হওয়া বরুণকে নেওয়া হয়েছে।

ভারতের চূড়ান্ত স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

রিজার্ভ: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।