ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাহস এবং দৃঢ়তার  সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
সাহস এবং দৃঢ়তার  সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। 'মিনি বিশ্বকাপ' খ্যাত টুর্নামেন্টে সেটিই বাংলাদেশের সেরা সাফল্য।

ওই দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।  

প্রায় ৮ বছর পর ফের মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু এবারের দলে নেই মাশরাফি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নীরবতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। পরে অবশ্য একটি ভিডিও বার্তায় দুঃখপ্রকাশ করেন তিনি। কিন্তু এরপর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। খেলা হয়নি বিপিএলেও। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে তার বর্তমান অবস্থানও অজানা। তবে দূর থেকেই দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে আজ ফেসবুকে বাংলাদেশ দলের অফিসিয়াল ফটোশুটের ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভকামনা! সাহস এবং দৃঢ়তার  সঙ্গে খেলে যাও। শুভকামনা সব সময়। '

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে মাশরাফির নেতৃত্বে খেলেছিলেন বর্তমান দলে থাকা ছয় জন ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মাশরাফি ছাড়া সেই দলের তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেনরা এবার নেই। নতুন দলটির নেতৃত্বে আছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।