ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ছন্দে ছিলেন ভারতের শুভমান গিল। হয়েছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আজ র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে পাকিস্তানের বাবর আজমকে টপকে ওয়ানডে ব্যাটারদের শীর্ষে উঠেছেন শুভমান গিল। এর আগেও একবার চূড়ায় উঠেছিলেন ভারতীয় এই ব্যাটার। ২০২৩ সালে বাবরকে টপকেই সেবার দখল করেছিলেন শীর্ষস্থান। এদিকে প্রথমবারের মতো বোলারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন মাহিশ থিকসানা। তিনি টপকেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে সেঞ্চুরি পেয়েছিলেন গিল। খেলেছেন ১১২ রানের ইনিংস। আরেকটিতে ৮৭ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচে করেছেন ব্যক্তিগত সর্বনিম্ন স্কোর। তাও সেটি ছিল ৬০ রানের ইনিংস। ধারাবাহিক এই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন শীর্ষে। অপরদিকে ফর্ম খরায় ভূগতে থাকা বাবর ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে নেমেছেন দুইয়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন থিকসানা। দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পেয়েছেন ৪ উইকেট। তাইতো ৬৮০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন শীর্ষে। দুইয়ে থাকা রশিদ সবশেষ ডিসেম্বরে খেলেছিলেন ওয়ানডে। এবার অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে তার দল। যদিও নেই থিকশানার শ্রীলঙ্কা। তাই সম্ভাবনা আছে রশিদের শীর্ষস্থানে ফেরার।
আর ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষেই আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আরইউ