ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ-রানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ-রানা

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচ তথা টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা।

 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে বোলিং বেছে নিয়েছে কিউইরা। ফলে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছেন, টস জিতলে আগে বোলিংটাই বেছে নিতেন।

এদিকে আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার সৌম্য সরকার ও পেসার তানজিম সাকিব বাদ পড়েছেন। তাদের জায়গায় এসেছেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ পেসার নাহিদ রানা।  

বাংলাদেশ (একাদশ): তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড (একাদশ): উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও’রুর্ক।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।