ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

ক্রিকেট

১৬ ম্যাচ কম খেলেই মাহমুদউল্লাহকে ছুঁলেন রাচিন, গড়লেন নতুন রেকর্ডও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
১৬ ম্যাচ কম খেলেই মাহমুদউল্লাহকে ছুঁলেন রাচিন, গড়লেন নতুন রেকর্ডও রাচিন রবীন্দ্র/সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। এই সেঞ্চুরির মাধ্যমে দুটি কীর্তিতেও নাম লিখিয়েছেন এই তরুণ ব্যাটার।

 

রাওয়াপিন্ডিতে গতকাল নিজেদের 'ডু অর ডাই' ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। দলের বিপর্যয় সামাল দেন রাচিন। এটি চ্যাম্পিয়নস ট্রফিতে তার প্রথম ম্যাচ।  

অসুস্থ ডেরিল মিচেলের জায়গায় সুযোগ পেয়েই ১১২ বলে ১০৫ রানের ঝলমলে এক ইনিংস খেলেন রাচিন। ৩৯তম ওভারে তিনি যখন বিদায় নেন, তখন জয় পেতে কিউইদের দরকার মাত্র ৩৬ রান। দারুণ ইনিংসটি খেলার পথে ১২টি চার ও ১টি ছক্কা হাঁকান রাচিন। নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে ৫ উইকেটে।

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটি আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে রাচিনের চতুর্থ। আর তাতে তিনি পেছনে ফেলেছেন স্যার ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, ম্যাথু হেইডেন, হাশিম আমলার মতো কিংবদন্তিদের। আর রাচিনের মতো ৪টি করে সেঞ্চুরি আছে বাংলাদেশের মাহমুদউল্লাহর। তবে মাহমুদউল্লাহর ২৭ ম্যাচের বিপরীতে রাচিনের লেগেছে মাত্র ১১ ম্যাচ। মাহমুদউল্লাহর যে বয়স, তাতে এরপর কোনো আইসিসির টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে রাচিনের সামনে সুযোগ আছে আরও এগিয়ে যাওয়ার।

রাচিন ও মাহমুদউল্লাহর সমান সেঞ্চুরি আছে এবি ডি ভিলিয়ার্স, সনথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, কুইন্টন ডি কক, জো রুট, উপুল থারাঙ্গা এবং মার্ক ওয়াহর। সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির মালিক ভারতের রোহিত শর্মা। ৭টি করে সেঞ্চুরি আছে দুই ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের।  

আইসিসির ওয়ানডে ইভেন্টে ৬টি করে সেঞ্চুরি আছে শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও ডেভিড ওয়ার্নারের। এছাড়া তিলকরত্নে দিলশান, ক্রিস গেইল, হার্শেল গিবস ও সাঈদ আনোয়ারের সেঞ্চুরি আছে ৫টি করে।  

বৈশ্বিক রেকর্ডের দিকে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ডের হয়ে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক রাচিন। ৩টি করে সেঞ্চুরি আছে নাথান অ্যাস্টল এবং কেন উইলিয়ামসনের। শুধু কি তাই, ওয়ানডে বিশ্বকাপে নিজের অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতেও একই কীর্তি গড়েছেন কিছুদিন আগেই ইনজুরি কাটিয়ে ফেরা এই ব্যাটার।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।