ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

‘বাকি দেশগুলোর আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করা উচিত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, মার্চ ২, ২০২৫
‘বাকি দেশগুলোর আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করা উচিত’ ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে সমালোচনা যেন শেষ হচ্ছে না। তাদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মন্তব্য করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। যদিও প্রসঙ্গ আলাদা, তবে পরোক্ষভাবে মিল রয়েছে।  

ইনজামাম মূলত টেনে আনেন আইপিএলের কথা। অন্য দেশের লিগগুলোতে খেলতে দেওয়া হয় না ভারতীয় ক্রিকেটারদের। অথচ আইপিএলে ঠিকই খেলতে আসে বিভিন্ন দেশের বড় বড় তারকারা। এদিকে পাকিস্তানি ক্রিকেটাররা অবশ্য খেলতে পারেন না এই টুর্নামেন্টে। ভারত-পাকিস্তান রাজনৈতিক কারণেই এই পরিস্থিতি।  

একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে যায়নি ভারত। ফলে হাইব্রিড মডেলে চলছে এবারের আসর। বাকি দলগুলো পাকিস্তানের পাশাপাশি ভারতের সঙ্গে ম্যাচ থাকলে যেতে হয় দুবাইয়ে। অথচ ভারতের সফর করতে হয় না এইভাবে। এটি নিয়েই মূলত হয়েছে সমালোচনা। নিজ দেশের টেলিভিশন আলোচনায় এই বিতর্কেই ইনজামাম টেনে আনলেন আইপিএলের প্রসঙ্গ।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বাদই দিন, আইপিএলে কি হচ্ছে? বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা আইপিএলে অংশ নেয়, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের লিগে খেলতে দেওয়া হয় না। অন্য দেশের বোর্ডগুলোর উচিত, আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করে দেওয়া। তারা যদি নিজেদের ক্রিকেটারদের না ছাড়ে, অন্য বোর্ডগুলিরও একই অবস্থান নেওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।