ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, মার্চ ৪, ২০২৫
মিরপুরে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল ছবি: সংগৃহীত

গত বছরের শেষদিকে নিউজিল্যান্ড ‘এ’ দল সফর করার কথা ছিল বাংলাদেশে। কিন্ত তখন রাজনৈতিক পটপরিবর্তনের ফলে দেশের পরিস্থিতির অবনতি হয়।

যে কারণে তখন সিরিজটি স্থগিত করা হয়। তবে ফের সেটি অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করছে বিসিবি। তারই অংশ হিসেবে নিউজিল্যান্ডের প্রতিনিধিদল এসেছে বাংলাদেশে।  

আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা মাঠ পরিদর্শন করেন নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি দল। সকালে তাদের সবকিছু ঘুরিয়ে দেখান ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। গত বছরের সেপ্টেম্বরে স্থগিত হওয়া দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি।

এদিকে ঠিক কখন সিরিজ অনুষ্ঠিত হবে তা নিয়ে নিশ্চিত কোনো তারিখ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর হতে পারে। সেই সফরে ওয়ানডে এবং চারদিনের টেস্টের সিরিজ থাকছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।