নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজগুলোকে সামনে রেখে আজ দুই সংস্করণের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পিসিবি।
টি-টোয়েন্টিতে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন রিজওয়ান। তিনি বাদ পড়ায় সালমান আগা পেয়েছেন এই দায়িত্ব। এই সিরিজে ফিরেছেন শাদাব খান। সহকারী অধিনায়ক থাকবেন তিনি। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ হারিস ও খুশদিল শাহ। নতুন হিসেবে ডাক পেয়েছেন হাসান নওয়াজ ও আব্দুল সামাদ।
এদিকে ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির দলই রয়েছে পাকিস্তানের। কেবল বাদ পড়েছেন আফ্রিদি। তার বদলে ফিরেছেন আবদুল্লাহ শফিক। ডাক পেয়েছেন পেসার আকিভ জাভেদ। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়িয়েছেন তিনি।
একনজরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: হাসান নওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, উসমান খান।
একনজরে ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরইউ