গতকাল রাতে অর্জনে সমৃদ্ধ ১৯ বছরের ক্যারিয়ারকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক কোনো শিরোপা না থাকেরও তার ক্যারিয়ার গড়া ছিল দারুণ সব রেকর্ড ও স্মরণীয় ইনিংসে।
মুশফিকের কাজের প্রতি নিষ্ঠা ও দৃঢ়তার কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার এমন পেশাদারিত্ব ভবিষ্যতে আসা ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি। বিসিবি প্রধান বলেন, ‘মুশফিকুর রহিমের কাজের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা এবং অদম্য সংকল্প এমন উদাহরণ হিসেবে থাকবে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ’
বাংলাদেশের হয়ে অর্জন ও রেকর্ডে মুশফিক ছাড়িয়ে গেছেন অনেককেই। ট্রফি না থাকলেও রয়েছে তার উল্লেখযোগ্য অনেক ইনিংস। যা টেনে এনে ফারুক বলেন, ‘বাংলাদেশের সেরা ওডিআই মুহূর্তগুলোর কথা বলতে গেলে তার নাম সবসময় উজ্জ্বল থাকবে। ১৯ বছর ধরে সর্বোচ্চ স্তরে এই ফরম্যাটে খেলা একটি অবিশ্বাস্য অর্জন, যা তার ধারাবাহিকতা এবং চরিত্রের কথা বলে। ’
অবসর নিলেও মুশফিকের সামনে যে আরও কিছু দেওয়ার বাকি আছে তা মনে করিয়ে দেন বিসিবি সভাপতি, ‘আমি নিশ্চিত যে তার এখনও ক্রিকেটে দেওয়ার অনেক কিছু আছে, এবং আমরা তার কাছ থেকে মাঠে এবং মাঠের বাইরে নতুন মানদণ্ড স্থাপন দেখতে আগ্রহী। ’
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
আরইউ