ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দল সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে, তবে এখনো তাদের বিশ্বকাপে খেলার আশা রয়ে গেছে। তাদের বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্বে শীর্ষ দুই দলের একটি হতে হবে।

এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব, যা শুরু হবে ৫ এপ্রিল এবং শেষ হবে ১৯ এপ্রিল। বাংলাদেশ দল ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে উড়াল দেবে।

বাছাই পর্বে মোট ৬টি দল অংশ নেবে। বাংলাদেশ এবং আয়োজক পাকিস্তান ছাড়া বাকি চারটি দল হলো ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাই পর্বের শীর্ষ দুই দলসহ মোট ৮টি দল ভারতে অনুষ্ঠিত ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেবে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইসমত তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মণি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।