আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মেরে ক্যারিয়ারের বারোটা বাজিয়ে ফেলেছিলেন হাসান নওয়াজ। কিন্তু তৃতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই তরুণ ব্যাটার।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়া পাকিস্তানের জন্য আজ ছিল সিরিজ বাঁচানোর লড়াই। অকল্যান্ডের লড়াইয়ে তারা বেশ ভালোভাবেই জয় তুলে নিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। দলকে জয়ের পথে নেওয়া হাসান নওয়াজ হাঁকিয়েছেন দ্রুততম সেঞ্চুরি।
স্বাগতিক কিউইরা আজ আগে ব্যাট করে ২০৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ২৪ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান। যা নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১৭৪ রান তাড়ার রেকর্ড ছিল পাকিস্তানের। ২০২০ সালে নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪ উইকেটে জিতেছিল তারা।
সবমিলিয়ে পাকিস্তানের জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার জয়। ২০২১ সালে ২০৮ রান তাড়া করে জিতেছিল তারা। সেই রেকর্ড জয়েও ৮৭ রানের ইনিংস খেলেছিলেন সেদিনের ম্যাচসেরা রিজওয়ান।
আজ পাকিস্তানের জয়ের মূল নায়ক নওয়াজ। বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মোহাম্মদ হারিসকে নিয়ে দারুণ শুরু এনে দেন তিনি। ৫.৫ ওভার স্থায়ী তাদের ওপেনিং জুটিতেই আসে ৭৪ রান। হারিস ৪১ রানে আউট হওয়ার পর বাকি পথ সালমান আগাকে (৫১*) নিয়ে পাড়ি দেন নওয়াজ। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৩৩ রান।
ভুলে যাওয়ার মতো দুই ম্যাচ কাটানোর পর আজ যেন তাণ্ডব চালানোর মেজাজেই ছিলেন নওয়াজ। ২২ বছর বয়সী এই ব্যাটার একের পর এক ছক্কা-চার হাঁকিয়ে কিউই বোলারদের ছন্নছাড়া করে দেন। ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রান করেছেন মাত্র ৪৫ বলে। সেঞ্চুরি ছুঁয়েছেন ৪৪ বলে। এটি এই ফরম্যাটে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরি। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরি ছিল আগের রেকর্ড। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের মাত্র চতুর্থ ব্যাটার হচ্ছেন নওয়াজ। অন্য দুইজন হলে রিজওয়ান ও মোহাম্মদ শেহজাদ।
নওয়াজের সেঞ্চুরিতে বিফল হয়েছে কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানের ৯৪ রানের ইনিংস। ৪৪ বলে তার ৯৪ রানের ইনিংসটিই স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত্তি। ১১ চার ও ৪ ছক্কায় এই রান করে বিদায় নেন তিনি। যদিও ১২.৫ ওভারের খেলা চলছিল তখন। কিন্তু রানরেট বাড়ানোর চেষ্টা করতে গিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে শর্ট থার্ডম্যান অঞ্চলে থাকা শাদাব খানের হাতে ক্যাচ দেন চ্যাপম্যান।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এমএইচএম