ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

ক্রিকেট

সবচেয়ে বেশি মিনিট দেখার রেকর্ড গড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
সবচেয়ে বেশি মিনিট দেখার রেকর্ড গড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি রেটিং হওয়া টুর্নামেন্টের নজির গড়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বেড়েছে প্রায় ২৩ শতাংশ।

ভারতে এখন সবচেয়ে বেশি দেখা টুর্নামেন্টও এটিই।  

সবমিলিয়ে ২৫০ বিলিয়ন মিনিট দেখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যার মধ্যে স্টার স্পোর্টসে ১৩ বিলিয়ন এবং জিও হটস্টারে ১১০ বিলিয়ন মিনিট দেখেছে মানুষ। আসরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ফাইনাল ম্যাচটি। ১২২ মিলিয়ন মানুষ ম্যাচটি টিভিতে দেখেছে। আর ডিজিটাল প্ল্যাটফর্ম জিওতে ম্যাচটি দেখেছে ৬১ মিলিয়ন মানুষ।  

রেকর্ড হয়েছে গ্রুপপর্বে খেলা ভারত-পাকিস্তান ম্যাচটিতেও। ২৬ বিলিয়ন মিনিট দেখা হয়েছে এই লড়াই। যেটি ক্রিকেট বিশ্বকাপকে টপকে গিয়েছে। সেবার ১৯.৫ বিলিয়ন মিনিট দেখা হয়েছিল। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো ১০.৮ শতাংশ বেশি রেটিং পেয়েছে। যেখানে ২০৬ মিলিয়ন মানুষ সরাসরি খেলা দেখেছে।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।