বল হাতে আলো ছড়ালেন জেমস নিশাম। একাই তুলে নিলেন পাকিস্তানের ৫ উইকেট।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ ওয়েলিংটনে পাকিস্তানকে ৮ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করে পাকিস্তান। যা ১০ ওভার হাতে রেখেই তাড়া করে ফেলে নিউজিল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজটিও জিতে নেয় তারা।
এই ম্যাচটিও শুরু হয় পাকিস্তানি ওপেনার হাসান নওয়াজের ব্যর্থতা দিয়ে। শূন্য রানে তার ফেরার পর ১১ রানে উইকেট বিলিয়ে দেন আরেক ওপেনার মোহাম্মদ হারিস। তিনে নামা ওমাইর স্রেফ ৭ রান করেন। চারে নামে লড়েন সালমান আলি আগা। তবে অপরপ্রান্তে চলছিল উইকেটের মিছিল। নিশামের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারছিল না পাকিস্তানি ব্যাটাররা।
কেবল শাদাব খান ছাড়া বাকিদের কেউই ছুঁতে পারেনি দুই অঙ্ক। ২০ বলে ২৮ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া পাকিস্তানি অধিনায়ক ৩৯ বলে ৫১ রান করে কিছুটা সংগ্রহ বাড়ান। নিউজিল্যান্ডের নিশাম ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি উইকেট নেন জ্যাকব ডাফি। একটি করে পান বেন সিয়ার্স ও ইশ সোধি।
রান তাড়ায় নেমে তাণ্ডব চালান টিম সেইফার্ট। তাকে সঙ্গ দেন ফিন অ্যালেন। উদ্বোধনী জুটিতে ৩৯ বলে তারা করেন ৯৩ রান। ২৩ বলে ফিফটি হাকিয়ে সেইফার্ট অপরাজিত থাকেন ৯৭ রানে। ৩৮ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১০ ছক্কায়। এছাড়া ১২ বলে ২৭ রান করেন ফিন অ্যালেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরইউ