শারমিন আক্তারের সঙ্গে তৃতীয় উইকেটে রেকর্ড জুটির পর দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড গড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। পরে তারা গড়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
আজ পাকিস্তানের লাহোরে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। যা তাড়া করতে নেমে ৯৩ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড।
রান তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতে ৩৮ রান করে ফেলে থাইল্যান্ড। নবম ওভারে চানিদা সুথিরুয়াং বিদায় নিলে জুটিটি ভাঙে। সঙ্গে পতনও শুরু হয় তাদের। দুই প্রান্ত থেকে দারুন বোলিংয়ে একের পর এক উইকেট তুলতে থাকেন ফাহিমা ও সুমনা। ৫টি করে উইকেট নিয়ে তারা থাইল্যান্ডকে গুটিয়ে দেন স্রেফ ৯৩ রানে।
সঙ্গে নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তিও গড়েন এই দুজন। সুমনা ৫ উইকেট নিতে খরচ করেন ৭ রান। আর ২১ রান দেন ফাহিমা।
এর আগে চতুর্থ ওভারে ৮ রানে তানজিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। এই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন শারমিন ও ফারজানা। ১৪১ বলে তারা যোগ করেন ১০৪ রান। ৭৫ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৩ রানে ফারজানা বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর শারমিনকে সঙ্গ দেন জ্যোতি। দ্রুত ব্যাট চালাতে থাকেন তিনি।
৭৫ বলে পঞ্চাশ স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শারমিন। তবে এর আগেই দ্রুত রান তুলে শতক পূর্ণ করে নেন জ্যোতি। ৭৮ বলে তিনি শতক পূর্ণ করে অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৮০ বলের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও এক ছক্কায়। অপরপ্রান্তে থাকা শারমিন ১২৬ বলে ১১ চারে ৯৪ রানে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে তাদের ১৩৮ বলে ১৫২ রানের জুটিটি বাংলাদেশের যে কোনো ফরম্যাটে সর্বোচ্চ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
আরইউ