২০২৫ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ার আগেই অস্বস্তিকর এক ঘটনার মুখে পড়েছে আয়োজকরা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের ঠিক আগে শুক্রবার দুপুরে ইসলামাবাদের সেরেনা হোটেলের উপরের তলায় আগুন লাগে।
আগুন লাগার পর মুহূর্তেই পুরো হোটেল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সেই সময়কার কয়েকটি ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা আতঙ্ক তৈরি করে দর্শকদের মধ্যে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং হোটেলের কুলিং সিস্টেম থেকে আগুনের সূত্রপাত হয়।
ইসলামাবাদের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)-এর বরাতে পাকিস্তানের সামা টিভি জানায়, হোটেলের পঞ্চম তলায় থাকা কুলিং সিস্টেমে ত্রুটির কারণে আগুন লাগে।
সিডিএ-র জরুরি বিভাগের পরিচালক জাফর ইকবাল বলেন, "ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট ও ৫০ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। "
ভাগ্য ভালো, কেউ আহত হননি। খেলোয়াড় ও অতিথিদের নিরাপত্তার স্বার্থে দ্রুত হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। আগুন হোটেলের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
এদিকে পিএসএল-এর সিইও সালমান নাসির বলেন, "খেলোয়াড় বা কোনো দলের কেউ ক্ষতির সম্মুখীন হননি। আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। "
অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকা কর্ডন করে রাখা হয়, যার ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
উল্লেখ্য, শুক্রবারই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স। এবারের আসরে লাহোরের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এমএইচএম