ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রথম টেস্ট খেলতে সিলেটে জিম্বাবুয়ে দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, এপ্রিল ১৬, ২০২৫
প্রথম টেস্ট খেলতে সিলেটে জিম্বাবুয়ে দল জিম্বাবুয়ে ক্রিকেট দল/সংগৃহীত ছবি

দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল।

আর সিরিজের প্রথম ম্যাচ খেলতে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনদের নেতৃত্বাধীন দলটি।

সফরকারীদের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ২০ এপ্রিল। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামে, ২৮ এপ্রিল থেকে।

সিলেটে পৌঁছানোর পর বিমানবন্দরে জিম্বাবুয়ে দলকে দেখা যায় দারুণ উচ্ছ্বসিত। দলের বডি ল্যাংগুয়েজ এবং চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। জয় ছিনিয়ে নিতে যে তারা মরিয়া, তা বলার অপেক্ষা রাখে না।

এই সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই এসেছে জিম্বাবুয়ে। চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, আর ছুটি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তাদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা, যিনি তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গায় স্কোয়াডে ঢুকেছেন।

মোট ১৫ সদস্যের দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। তবে সেই সফরে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সফরকারীরা। এবার সেই স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এসেছে উইলিয়ামস-আরভিনরা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে দেখা গেছে বাড়তি আগ্রহ। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামের দর্শকরা ম্যাচ উপভোগের জন্য মুখিয়ে আছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।