ব্যাট ছুড়ে দিয়েছিলেন শূন্যে, হেলমেট খুলে তুলে ধরেছিলেন মাথার ওপর, আর ব্যাট উঁচিয়ে জানান দিয়েছিলেন নিজের অনন্য কীর্তির। ভারতের অধিনায়ক শুভমান গিল পা রাখলেন টেস্ট ক্রিকেটের বিরল মাইলফলকে।
এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ৩১১ বল খেলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। তবে থেমে থাকেননি সেখানেই। খেলা শেষ করেন ২৬৯ রানে। যেটি ছিলটেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা ইনিংস। এই ইনিংসেই একাধিক রেকর্ড গড়েছেন গিল।
ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে এটিই সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল বিরাট কোহলির; ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। সেই ইনিংসকেও টপকে গেলেন গিল।
ভারতের হয়ে টেস্টে চার নম্বর ব্যাটিং পজিশনে এখন সর্বোচ্চ স্কোর গিলের। এই পজিশনে টেন্ডুলকার, দ্রাবিড়, কোহলিদের ছাপিয়ে নিজের নাম বসালেন তিনি।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অঞ্চলে কোনো উপমহাদেশীয় অধিনায়কের এটিই প্রথম ডাবল সেঞ্চুরি। ২০১১ সালে তিলাকারত্নে দিলশান লর্ডসে ১৯৩ করলেও গিলের আগে কেউ দুইশ ছুঁতে পারেননি।
ইংল্যান্ডে সফরকারী অধিনায়কদের মধ্যে গিলের ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন কেবল গ্রায়েম স্মিথ (২৭৭) ও বব সিম্পসন (৩১১)। ২০০৩ সালে স্মিথ এই এজবাস্টনেই করেছিলেন ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি। একই ভেন্যুতে এবার এলেন গিল।
ভারতের হয়ে ইংল্যান্ডে টেস্টে এর আগে ডাবল সেঞ্চুরি করেছিলেন মাত্র দুজন; সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। গাভাস্কার ১৯৭৯ সালে ওভালে করেছিলেন ২২১, দ্রাবিড় ২০০২ সালে একই মাঠে করেন ২১৭। গিল এবার তাদের দুজনকেই ছাড়িয়ে ইংল্যান্ডে ভারতের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন।
ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন গিল। তার আগে পাতৌদি, গাভাস্কার, টেন্ডুলকার, ধোনি ও কোহলি এই কীর্তি গড়েছেন। তবে দেশের বাইরে কোহলির (২০১৬, অ্যান্টিগা) পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব গিলের।
বয়সের দিক থেকেও গিল অনন্য। ভারতীয় অধিনায়ক হিসেবে তার চেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরি করেছেন কেবল মানসুর আলি খান পাতৌদি (২৩ বছর)। আর ইংল্যান্ডে অধিনায়কদের মধ্যে ডাবল সেঞ্চুরি করার সময় গিলের চেয়ে কম বয়সী ছিলেন শুধু গ্রায়েম স্মিথ (২২ বছর)।
টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরির মালিক এখন গিল। এমন অর্জন আছে কেবল ক্রিস গেইল ও রোহিত শর্মার। তবে ২৫ বছর বা তার কম বয়সে এই তিনটি মাইলফলক ছোঁয়া একমাত্র ক্রিকেটার গিল।
আরইউ