ভারত ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের পর ম্যাচ রেফারি নিয়ে নাটক কম হয়নি। অ্যান্ডি পাইক্রাফটকে নিয়ে টানাপোড়েনের জেরে আজ আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি পড়ে অনিশ্চয়তায়।
এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: আলিশান শরাফু, মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আসিফ খান, মুহাম্মদ জোহাইব, হর্ষিত কৌশিক, রাহুল চোপড়া, ধ্রুব পরাশর, হায়দার আলি, সিমরনজিৎ সিং, জুনাইদ সিদ্দিক ও মুহাম্মদ রোহিদ।
পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
এফবি/আরইউ