নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠছে বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধের, যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল।
আগের আসরে পাকিস্তানের বিপক্ষে পাওয়া একমাত্র জয় এখনো বাংলাদেশ দলের বড় প্রেরণা। এবার সেই অভিজ্ঞতাকে পুঁজি করে আরও বড় স্বপ্ন দেখছে টাইগ্রেসরা।
তবে প্রস্তুতিতে ঘাটতি স্পষ্ট। গত এপ্রিলের বিশ্বকাপ বাছাইপর্বের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। প্রস্তুতি বলতে ছিল কেবলমাত্র ক্যাম্প আর বয়সভিত্তিক দলের সঙ্গে অনুশীলন ম্যাচ। তা সত্ত্বেও দলকে নিয়ে আত্মবিশ্বাসী কোচ সারোয়ার ইমরান। তার বিশ্বাস, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দল সমানতালে লড়াই করতে পারবে।
কোচ ইমরান বলেন, ‘আমরা ম্যাচ ধরে এগোতে চাই। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য। পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের ৫০/৫০ সম্ভাবনা আছে। প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়েই খেলব। অস্ট্রেলিয়ার মতো দলের মানদণ্ড যাই হোক না কেন, আমাদের উদ্দেশ্য ভালো পারফরম্যান্স করা। গত বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম, এবার আরও বেশি জয় চাই। ’
এফবি/আরইউ