ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা নিরাপত্তা ‍পর্যবেক্ষকরা ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
শ্রীলঙ্কা নিরাপত্তা ‍পর্যবেক্ষকরা ঢাকায়

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজের ভেন্যু পরিদর্শনে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তা পর্যবেক্ষক রোববার ঢাকায় পৌঁছেছে। দুই সদস্যের এই নিরাপত্তা কমিটি নির্ধারিত দিনের আগেই বাংলাদেশে এলেন।



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রমতে, শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী অজিত জয়াসেকারা ও ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভ‍া এই সফরে এসেছেন। আগামী দুদিন তারা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।

এর আগে গত বৃহস্পতিবার এই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সব শঙ্কা কেটে যায় আইসিসির এক সভায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয়ন্ত ধর্মদাশা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানের কাছে সিরিজ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেন। তবে দল কবে পাঠানো হবে সেটা নির্ভর করছে এই পর্যবেক্ষকদের সফর শেষে জমা দেওয়া রিপোর্টের উপর।

আগামী ২৭ জানুয়ারি থেকে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।