ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

২২ গজে নিরাপদে দিন পার শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জানুয়ারি ১৬, ২০১৪
২২ গজে নিরাপদে দিন পার শ্রীলঙ্কার সাঙ্গাকারা ও জয়াবর্ধনে দিনের সেরা জুটি গড়েছেন

শারজা: পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিরাপদে শেষ করল শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার লঙ্কানরা পাঁচ উইকেটের বিনিময়ে প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ২২০ রান।

সিরিজে ১-০ তে এগিয়ে তারা।

প্রথম দিন শেষে
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ২২০/৫ (৯০ ওভার)

শারজায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দিন শেষে লঙ্কান অধিনায়ক ২৪ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে দিনের দ্বিতীয় সেরা ৫৪ রানের হার না মানা জুটি গড়েছেন প্রসন্ন জয়াবর্ধনে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান টিকে ছিলেন ২৮ রানে।

এর আগে ধীরস্থিরভাবে এগোতে থাকে তারা। শুধুমাত্র কৌশল সিলভাকে (১৭) হারিয়ে দলীয় ৬৪ রানে মধ্যাহ্নবিরতিতে যায় লঙ্কানরা।

দ্বিতীয় সেশনের শুরুতেই দিমুথ করুনারত্নে (৩৪) সাজঘরে ফেরেন। এরপর দুই অভিজ্ঞ ‍তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে ৬০ রানের সেরা জুটি গড়েন।

সিরিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের ৪৪তম ফিফটি হাঁকিয়ে জুনাইদ খানের শিকার হন সাঙ্গাকারা। ১০৩ বলে ৫২ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতে জয়াবর্ধনেকে (৪৭) আজহার আলীর ক্যাচ বানান সাঈদ আজমল।

দিন শেষে আজমল দুটি এবং জুনাইদ, মোহাম্মদ তালহা ও আব্দুর রেহমান একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৪
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।