হ্যামিলটন: অস্ট্রেলিয়া তাদের মাটিতে দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ড বড় বড় লক্ষ্য দিয়েও পেরে উঠছে না অসি ব্যাটসম্যানদের সামনে।
বুধবার হ্যামিলটনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ রানে হেরেছে ধোনি বাহিনী। এতে রেটিং ১১৮ নিয়ে এক নম্বরে উঠে গেল অস্ট্রেলিয়া। এক পয়েন্ট কমে দুইয়ে নামল ভারত। ১১০ পয়েন্ট নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। সমান ১০৮ পয়েন্ট নিয়ে তাদের পরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
২০১৩ সালের জানুয়ারি ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করে ভারত। এক বছর পর এবার সেটা ছাড়তে হলো তাদের। ওয়ানডের মতো টেস্ট ও টি-টোয়েন্টিতেও দুই নম্বরে তারা।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৪


