ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষস্থান হারাল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
শীর্ষস্থান হারাল ভারত

হ্যামিলটন: অস্ট্রেলিয়া তাদের মাটিতে দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ড বড় বড় লক্ষ্য দিয়েও পেরে উঠছে না অসি ব্যাটসম্যানদের সামনে।

ইতোমধ্যে ৩-০ ব্যবধানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এমন ফর্মে র্যাঙ্কিং ‍ঝুঁকি নিয়ে নিউজিল্যান্ডে গিয়েছিল ভারত। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা কিউইদের কাছে টানা দ্বিতীয় ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান ছেড়ে দিল।

বুধবার হ্যামিলটনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫ রানে হেরেছে ধোনি বাহিনী। এতে রেটিং ১১৮ নিয়ে এক নম্বরে উঠে গেল অস্ট্রেলিয়া। এক পয়েন্ট কমে দুইয়ে নামল ভারত। ১১০ পয়েন্ট নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। সমান ১০৮ পয়েন্ট নিয়ে তাদের পরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

২০১৩ সালের জানুয়ারি ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখল করে ভারত। এক বছর পর এবার সেটা ছাড়তে হলো তাদের। ওয়ানডের মতো টেস্ট ও টি-টোয়েন্টিতেও দুই নম্বরে তারা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।