ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি২০ প্রস্তুতি

ক্যারিবীয়দের দ্বিতীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
ক্যারিবীয়দের দ্বিতীয় জয়

মিরপুর: ইংল্যান্ডকে সাত উইকেটে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নরা ৩৩ রানে হারিয়েছে গতবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকে।



ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৫ (২০ ওভার)
শ্রীলঙ্কা: ১৩৯/১০ (১৯.২ ওভার)
ফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী ৩৩ রানে

মিরপুরে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। ক্রিস গেইল এদিন ঝড় তুলতে পারেননি, ১৩ বলে তিন চারে ১২ রানে রঙ্গনা হেরাথের শিকার হন। হেরথ তার পরের ওভারে আন্দ্রে ফ্লেচারকেও ফেরান ৪ রানে। ৫৫ রানে দুই উইকেট হারানো দলের হয়ে ঝড় তোলেন ডোয়াইন স্মিথ ও ডোয়াইন ব্রাভো।

ওপেনার স্মিথ ৪৫ বলে আট চার ও দুই ছয়ে ৬০ রান করেন। ৩১ বলে ছয় চারে ৪৩ রান আসে ব্রাভোর ব্যাটে। এছাড়া ড্যারেন স্যামি ১৪ বলে একটি চার ও দুটি ছয়ে ৩০ রানের ইনিংস খেলেন।

লক্ষ্যে নেমে সুনীল নারাইনের ঘূর্ণি ও ব্রাভোর পেসের সামনে দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা। নারাইন চারটি ও ব্রাভো তিন উইকেট নিয়ে চার বল বাকি থাকতেই প্রতিপক্ষকে গুটিয়ে দেন।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার তিলকরত্নে দিলশান। ১৪ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাটে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৯ মার্চ ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।