ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব টি-টোয়েন্টি’১৪ ফিকশ্চার ও পয়েন্ট পদ্ধতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
বিশ্ব টি-টোয়েন্টি’১৪ ফিকশ্চার ও পয়েন্ট পদ্ধতি

ঢাকা: এবারই প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি আয়োজন করা হচ্ছে ১৬টি দল নিয়ে। ১০টি পূর্ণ সদস্য দেশ ও সহযোগী ছয় দল নিয়ে হবে শিরোপার লড়াই।

দলের সংখ্যা বেড়ে যাওয়ায় নিয়মও হয়েছে নতুন করে। এতে করে পূর্ণ সদস্য দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হচ্ছে গ্রুপ বাছাইপর্বে। সুপার টেনে যেতে হলে তাদের মোকাবিলা করতে হবে বাকি ছয় সহযোগী দলকে।

দুটি গ্রুপে চারটি করে দল ভাগ হয়ে একে অপরকে লড়বে। শীর্ষ দল যোগ দেবে সেরা আট দলের সঙ্গে। এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান, নেপাল ও হংকং। আর গ্রুপ বি’তে জিম্বাবুয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

আর সুপার টেনে আগেভাগেই জায়গা দখল করে রেখেছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। একে আবার ভাগ করা হয়েছে গ্রুপ এক ও গ্রুপ দুই নম্বরে। এক নম্বর গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বি গ্রুপের শীর্ষ দলটি যোগ দেবে তাদের সঙ্গে।

দুই নম্বর গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তান। এই দলের পাঁচ নম্বর স্থানটি পূরণ করবে এ গ্রুপের সেরা দলটি।

গ্রুপ এ’র লড়াই:

১৬ মার্চ: বাংলাদেশ বনাম আফগানিস্তান, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে তিনটা
১৬ মার্চ: নেপাল বনাম হংকং, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

১৮ মার্চ: আফগানিস্তান বনাম হংকং, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে তিনটা
১৮ মার্চ: বাংলাদেশ বনাম নেপাল, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

২০ মার্চ: আফগানিস্তান বনাম নেপাল, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে তিনটা
২০ মার্চ: বাংলাদেশ বনাম হংকং, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

গ্রুপ বি’র লড়াই:

১৭ মার্চ: জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট; সময়: সাড়ে তিনটা
১৭ মার্চ: নেদারল্যান্ডস বনাম সংযুক্ত আরব আমিরাত, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট; সময়: সাড়ে সাতটা

১৯ মার্চ: জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট; সময়: সাড়ে তিনটা
১৯ ‍মার্চ: আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট; সময়: সাড়ে সাতটা

২১ মার্চ: জিম্বাবুয়ে বনাম সংযুক্ত আরব আমিরাত, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট; সময়: সাড়ে তিনটা
২১ মার্চ: আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস, ভেন্যু: সিলেট বিভাগীয় স্টেডিয়াম, সিলেট; সময়: সাড়ে সাতটা

সুপার টেন’র লড়াই-

গ্রুপ ১:

২২ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে তিনটা
২২ মার্চ: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

২৪ মার্চ: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে তিনটা
২৪ মার্চ: শ্রীলঙ্কা বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

২৭ মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম: সাড়ে তিনটা
২৭ মার্চ: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

২৯ মার্চ: নিউজিল্যান্ড বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে তিনটা
২৯ মার্চ: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

৩১ মার্চ: ইংল্যান্ড বনাম গ্রুপ বি জয়ী, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে তিনটা
৩১ মার্চ: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম; সময়: সাড়ে সাতটা

গ্রুপ ২:

২১ মার্চ: ভারত বনাম পাকিস্তান, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে তিনটা

২৩ মার্চ: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে তিনটা
২৩ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে সাতটা

২৫ মার্চ: ওয়েস্ট ইন্ডিজ বনাম গ্রুপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে সাতটা

২৮ মার্চ: অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে তিনটা
২৮ মার্চ: ভারত বনাম গ্রুপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে সাতটা

৩০ মার্চ: পাকিস্তান বনাম গ্রুপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে তিনটা
৩০ মার্চ: অস্ট্রেলিয়া বনাম ভারত, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে সাতটা

১ এপ্রিল: অস্ট্রেলিয়া বনাম গ্রপ এ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে তিনটা
১ এপ্রিল: পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাড়ে সাতটা

শেষ চারের লড়াই:

৩ এপ্রিল: প্রথম সেমিফাইনাল- গ্রুপ ১ বিজয়ী বনাম গ্রুপ ২ রানার্সআপ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাতটা

৪ এপ্রিল: দ্বিতীয় সেমিফাইনাল- গ্রুপ ২ বিজয়ী বনাম গ্রুপ ১ রানার্সআপ, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাতটা

শিরোপার লড়াই:

৬ এপ্রিল: ফাইনাল- সেমিফাইনাল ১ জয়ী বনাম সেমিফাইনাল ২ জয়ী, ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর; সময়: সাতটা

পয়েন্ট সিস্টেম

জয়: ২ পয়েন্ট
ড্র/পরিত্যক্ত: ১ পয়েন্ট
হার: ০ পয়েন্ট

প্রথম রাউন্ড : প্রথম রাউন্ডের খেলায় যদি একাধিক দলের মাঝে পয়েন্ট নিয়ে সমস্যা হয় তবে নিচের পদ্ধতি অনুসরন করে পরের রাউন্ডে যাবে।

-গ্রুপে যে দল বেশী জয় লাভ করবে
-যদি পয়েন্ট এবং জয় সমান হয়, তবে সবচেয়ে বেশি নেট রান রেট দেখা হবে
-এরপরও যদি তা সমান থাকে তবে গ্রুপে হেড-টু-হেড বা মুখোমুখি লড়াইয়ে পাওয়া জয় বিবেচনা করা হবে
-তবুও অমীমাংসিত থাকলে বা গ্রুপের ম্যাচগুলো ফলহীন থাকলে গ্রুপের শীর্ষ বাছাই দল সেরা হবে।

দ্বিতীয় রাউন্ড : গ্রুপে দলগুলোর সম‍ান পয়েন্ট পেয়ে থাকলে কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হবে-

-দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে বেশি জয় পাওয়া দল
-পয়েন্ট ও জয় সমান হলে দ্বিতীয় রাউন্ডে রান রেটে এগিয়ে থাকা দল উত্তীর্ণ হবে
-তবুও সমান থাকলে দলের মুখোমুখি লড়াইয়ে জয়ীকে বিবেচনায় আনা হবে
-এরপরও অমীমাংসিত থাকলে গ্রুপের শীর্ষ বাছাই দলটি যাবে পরের পর্বে

সেমি-ফাইনাল : খেলা যদি টাই হয় তবে খেলা সুপার ওভারে গড়াবে। সুপার ওভারেও মীমাংসা না হলে বা ফল না এলে বা ম্যাচ পরিত্যক্ত হলে দ্বিতীয় রাউন্ডে গ্রুপের শীর্ষ দলটি যাবে ফাইনালে।

ফাইনাল : খেলা শেষে যদি কোন ফল না আসে তবে খেলা সুপার ওভারে গড়াবে। তারপরও যদি ফল না আসে কিংবা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় তবে যৌথভাবে দুদলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘন্টা, ১৫ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।