ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের মাটিতে ম্যাচ জিতেছে ৩০ ভাগ

আদনান রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
দেশের মাটিতে ম্যাচ জিতেছে ৩০ ভাগ

ঢাকা: টি-টোয়েন্টির ইতিহাসে দেশের মাটিতে মাত্র ৩০ ভাগ ম্যাচ জিততে সক্ষম হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইটের রেকর্ডবুক থেকে এমন তথ্যই পাওয়া গেছে।



রেকর্ডবুক থেকে জানা যায়, ৮ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে দেশের মাটিতে ৭ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয়লাভ করেছে টাইগাররা।

৪২ রানের প্রথম জয়টি এসেছিল ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে ২৬ বলে ৩৬ রান এবং ২৭ রানের মাথায় এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ফাস্ট বোলার মাশরাফি বিন মর্তুজা।

আর সর্বশেষ ২০১১ সালে ক্যাপ্টেন মুশফিকুর রহিমের ২৬ বলে ৪১ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় জয়টি পায় বাংলাদেশ।

তবে ২০১১ সালের পর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে ৫টি ম্যাচ খেলে জয়ের কাছাকাছি গিয়েও জয় পায়নি টাইগারা।

তিন বছর পর সেই কাঙ্ক্ষিত জয়ের খোঁজেই মরিয়া দেশবাসী।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।