ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

নড়াইল এক্সপ্রেসে উজ্জীবিত বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, মার্চ ১৬, ২০১৪
নড়াইল এক্সপ্রেসে উজ্জীবিত বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাশরাফি বিন মর্তুজার গতির জাদুতে ছুটছে বাংলাদেশ। সেই অপ্রতিরোধ্য মাশরাফি যেন আবির্ভূত হয়েছেন আফগানিস্তানের ব্যাটিংয়ের সামনে।

ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে ফিরিয়েছেন দুর্বোধ্য এক বলে।

প্রথম বলেই উইকেট ফেলে ভারত-অস্ট্রেলিয়াসহ বিশ্বসেরা ব্যাটিং লাইনআপে মাশরাফি ধস ধরিয়েছেন এমন অনেক উদাহরণ আছে রেকর্ড বইয়ে। আফগানিস্তানর সঙ্গে চলা ম্যাচেও মাশরাফির সেই রুদ্ররূপ দেখতে চাইছেন ক্রিকেটপ্রেমীরা।

নড়াইল এক্সপ্রেসে আফগানিস্তানের এক উইকেট ‘কাটা’ পড়ায় টাইগার দলের বডি ল্যাঙ্গুয়েজ বেশ ইতিবাচকই দেখা যাচ্ছে। শেষ পর্যন্তই টাইগার প্লেয়ারদের এমন এভারেস্টছোঁয়া আত্মবিশ্বাস দেখতে চান ক্রিকেটপাগলরা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।