ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইলিয়াম পোর্টারফিল্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
উইলিয়াম পোর্টারফিল্ড

২০০৮ সালে ট্রেন্ট জনসনের কাছ থেকে আয়ারল্যান্ড ক্রিকেট দলের নেতৃত্ব পান। এরপর তার অধীনে গত তিনটি বিশ্বকাপের সবগুলোই খেলেছে আইরিশরা।

যদিও ব্যাট হাতে জ্বলন্ত পারফরমেন্স করতে পারেননি এই বাঁহাতি। এবার চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাটিংয়ে ওপেনিংয়ের ভূমিকায় থাকা আইরিশ অধিনায়ক ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন। সর্বোচ্চ রান অপরাজিত ৫৬। ১১২.৪১ স্ট্রাইকিংয়ে সব মিলিয়ে ৫১৬ রান এসেছে। বিশ্বকাপে নয় ম্যাচে সর্বোচ্চ স্কোর ৪০। তার নেতৃত্বে বিশ্বমঞ্চে একবার সফলতা পেয়েছে দল, ২০০৯ সালে ছয় উইকেটে বাংলাদেশকে হারিয়েছিল তারা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।