ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের বাংলাদেশ ভয়ঙ্কর হতে পারে

আদনান রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
সাকিবের বাংলাদেশ ভয়ঙ্কর হতে পারে ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের মাঠ, পরিচিত কন্ডিশন আর স্পিন বোলিং সব মিলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সাকিব আল হাসানের বাংলাদেশ।

মঙ্গলবার বাংলানিউজকে একথা বলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট।



তিনি বলেন, নিজেদের মাটিতে যেকোনো দলকে হারানো কঠিন, তার ওপর বাংলাদেশ একটি ভালো দল। স্পিন বোলিং দিয়ে তারা যেকোনো দলকে বধ করতে পারে।

বিশ্বকাপ জিততে মরিয়া এ ব্যাটসম্যান বলেন, আগে কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পাইনি। জয় ছিনিয়ে নিতে অস্ট্রেলিয়া দলের সবাই মরিয়া। আমাদের প্রথম টার্গেট সেমিফাইনাল খেলা। তারপর বিশ্বকাপ জয়।

বর্তমান অস্ট্রেলিয়া দল সেরা কিনা এমন প্রশ্নের উত্তরে হোয়াইট বলেন, ‘সেরা দল কিনা জানিনা, তবে এবারের দল খুব ব্যালেন্সড। দলে বেশ কয়েকজন পাওয়ার প্লেয়ার রয়েছেন যারা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। ’

জর্জ বেইলির অধিনায়কত্ব নিয়ে হোয়াইট বলেন, ‘বেইলি অনেক সিরিজে নেতৃত্ব দিয়েছে। তাছাড়া সে মাঠে এবং ড্রেসিং রুমে টিমকে চাঙ্গা রাখে। ’

বর্তমান টিম ম্যানেজমেন্ট নিয়ে হোয়াইট বলেন, ‘ম্যানেজমেন্ট নিয়ে আমরা খুবই খুশি এবং নিশ্চিন্ত। ড্যারেন লেহম্যানের নেতৃত্বে সবাই নিজের মতো খেলে। এ ম্যানেজমেন্টের ফল আমরা ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গত দুই সিরিজে দেখেছি। ’

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।